Tuesday, November 19, 2013

নির্বাক



নির্বাক


কত কথা বলার ছিল তোমায়।
হৃদয়ের মাঝে ক্ষত-বিক্ষত কত চিহ্ন।
না পাওয়ার হতাশায় টুকরো টুকরো রাগ।
সবই বলবো তোমায়।
ভেবেছিলাম!!

বিভেদের মাঝেও যে রূপ তুলে ধরেছিলে।
শত বাঁধাতেও আমাকে আঁকড়ে রেখেছিলে।
নিমেষে হারিয়ে ছিলে নিশিত নিরালায়।
সবই বলব তোমায়।
ভেবেছিলাম!!

জলে ভাসানো ছেরা কাগজের নৌকা।
ঘাস ফুলের মত কোমল অভিমান।
কুঞ্জে অলির মুখরিত গান।
সবই বলব তোমায়।
ভেবেছিলাম!!

নিষ্পাপ প্রাণে জমে থাকা কলঙ্ক।
ঘুঁটের ছাই দিয়ে মাজা চক-চকে দাঁত।
কোমল মনে আগুন জালানো রূপ।
সবই বলব তোমায়।
ভেবেছিলাম!!

সবুজ শ্যাওলা ভঁরা পুকুরে ঢিল ছোরা।
কষ্টের মধ্যে তোমার দাঁত ক্যালানো হাসি।
নির্ঘুম রাতে তোমায় নিয়ে দেখা স্বপ্ন।
সবই বলব তোমায়।
ভেবেছিলাম!!

হঠাৎ তুমি বুড় আঙ্গুল দেখিয়ে চলে গেলে।
গালে জমা চোখের জল মুছে করলে অবাক।
আর আমি, আগেও যেই, এখনও সেই, নির্বাক!!


                                Like my Facebook page.. Click Hear

Friday, June 24, 2011


নীলাঞ্জনা


মোর ভাবনায় তুমি ছিলে, তুমি ছিলে মোর অন্তরে।
স্বপ্ন আশায় ভালবাসায় আমার মনের গভীর বন্দরে।
হঠাৎ কখন ঝড় এল আমি জানিনা, জানিনা নীলাঞ্জনা।
কেন ফেরালে মোরে? কেনই বা হলে তুমি আনমনা।
কিছুই জানিনা আমি, জানিনা তোমার মনের ব্যাথা।
গহনে, সহনে, মনের অগোচরে, জমানো তোমার কথা।
আমার মন বিষাদে ভরে, শুধু তোমার কথাই মনে পড়ে।
তুমি বলতে পার নীলাঞ্জনা, বলতে পার কেন এমন করে?

একি তোমার প্রতি ভালোবাসা, নাকি শারীরিক টান?
আমি জানিনা। আমায় আপন কর ভোলো না সব অভিমান!
জানি পারবেনা! নীলাঞ্জনা, জানি পারবে না তা করতে।
পারবে নীলাঞ্জনা? আমাকে আগের মত জড়িয়ে ধরতে!
আগের মত ভালবাসতে, আগের মত কাছে আসতে,
আগের মত নির্জনে, নীরবতায়, আমাকে নিয়ে স্বপ্নে ভাসতে।
তবে আজও, আজও তোমার ফিরে আসার চলে দিন গোনা।
তুমি কি ফিরবেনা! তুমি কি ফিরবেনা? ফিরবেনা নীলাঞ্জনা??

কিন্তু কেন করলে এমন? কেন কষ্ট দিলে আমার মনে?
তুমিও প্রমান করলে নীলাঞ্জনা, ভালোবাসা শুধু দুঃখ দিতেই জানে।
তবু তুমি যদি বলে যেতে, আর জানিয়ে যেতে আমার ভুল।
চেষ্টা করতাম তোমাকে ভুলে যেতে, হয়ত হতাম না ব্যাকুল।
মনের গভীরে, অন্তরে, হৃদয়ে, তোমার ভালোবাসা আছে জমানো।
আমি পারবনা, পারবনা কখনও, আর যবেও না তা কমানো।
জানি আমার গচ্ছিত ভালোবাসা কখনও বৃথা যাবেনা।
একদিন তুমি ফিরবে, তোমাকে ফিরতেই হবে নীলাঞ্জনা।